অস্ট্রেলিয়ায় দাবানল: মুসলিম-খ্রিস্টান একসঙ্গে বৃষ্টির প্রার্থনা!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাডিলেডের মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের একসঙ্গে প্রার্থনা, ছবি:সংগৃহীত

অ্যাডিলেডের মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের একসঙ্গে প্রার্থনা, ছবি:সংগৃহীত

দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। দিন যতই গড়াচ্ছে দাবানলের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। অতি তাপমাত্রা ও শক্তিশালী বাতাসের কারণে নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল।

এদিকে দাবানল কমাতে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে একসঙ্গে প্রার্থনা করলো অ্যাডিলেডের মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজন। যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে অস্ট্রেলিয়ার দাবানল

ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৫ জানুয়ারি) অ্যাডিলেডের বনিথন পার্কে বৃষ্টির জন্য প্রার্থনার ব্যবস্থা করেন খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু লোক। এসময় মুসলমানরা তাদের সঙ্গে একত্রিত হয়। প্রায় ৫০জন মুসলমান নারী, পুরুষ ও শিশু এই প্রার্থনায় অংশগ্রহণ করেন। সেখানে তারা দাবানল থামাতে ও খরাজনিত অঞ্চলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

খ্রিস্টানদের পক্ষ থেকে পাদ্রী প্যাট্রিক ম্যাকইনার্নি এই প্রার্থনার নেতৃত্ব দেন। আর মুসলমানদের প্রার্থনার নেতৃত্বে ছিলেন প্রফেসর মোহাম্মদ আব্দালাহ।

এ বিষয়ে পাদ্রী প্যাট্রিক বলেন, আমি এবং আমার মুসলিম ভাই বোনেরা মিলে বৃষ্টির জন্য প্রার্থনা করলাম। নিশ্চয় ঈশ্বর আমাদের কথা শুনবেন।

আরও পড়ুন: দাবানল থেকে বন্যপ্রাণীদের বাঁচাতে ঘরে এনে আশ্রয়