দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে টুইট ইরফান পাঠানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে টুইট করেছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ।

টুইট বার্তায় তিনি বলেছেন, রাজনৈতিক এসব দোষের খেলা চিরকাল চলবে তবে আমি এবং আমাদের দেশ জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানী দিল্লিতে ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতা করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের টুইট

এর ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। আর এই সহিংসতা রুখতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এই সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রায় ১০০ শিক্ষার্থীকে আটক করে। পরে অবশ্য আটককৃত সকল শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) নিম্নকক্ষ লোকসভায় পাস হওয়ার পর বুধবার রাজ্যসভায় পাস হয় বিলটি। এটা নিয়ে রাজ্যসভায় ব্যাপক বিতর্ক হয় ক্ষমতাসীন দলও ও বিরোধী দলগুলোর সদস্যদের মধ্যে। লোকসভায় পাস হওয়ার পর থেকে এর বিরোধীতা করছে দেশটির জনগণ।

এর জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।