ফিলিস্তিনের গাজা শহরের বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান ও আগুন দেওয়ার দু’দিন পর ব্যাপ্টিস্ট হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিক। এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৬ জন।
রোববার (২৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে হামলার দু’দিন পর ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপ্টিস্ট হাসপাতালে হামলা চালায়। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ইসরায়েলি হামলায় গাজাজুড়ে আরও ৩৬ জন নিহত হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে হামলায় চিকিৎসকসহ ৫০ জনকে হত্যা করা হয়। এছাড়া গ্রেফতার করা হয় আরও ২৪০ জনকে। এ ঘটনায় কামাল আদওয়ানের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীগুলি ইসরাইলকে আহ্বান জানিয়েছে।
এদিকে, গত মাসে হিজবুল্লাহর সাথে সম্মত হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০০ জন দু’বার আহত হয়েছে। আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গের আঘাতে ভুগছেন, যাদের বেশিরভাগই হাড়ে আঘাত পেয়েছে। এছাড়া, প্রায় ৫ হাজার ২০০ জন মানসিক রোগে ভুগছেন।
গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলি হামলায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ৪৮৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৮ হাজার ৯০ জন।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।