কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, ক্ষমা চাইলেন পুতিন
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ দুর্ঘটনার সঙ্গে রাশিয়া কোনোভাবে জড়িত নয় বলে জানিয়েছে তিনি। খবর বিবিসি।
শনিবার (২৯ ডিসেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, (প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি আবারও নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর ও আন্তরিক শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
- কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে জীবিত উদ্ধার ২৫ জন
- কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
- উড়োজাহাজ বিধ্বস্তের ভিডিওতে যা দেখা গেল
এদিকে অভিযোগ উঠেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে আক্রান্ত হয়ে উড়োজাহাজটিলে কাস্পিয়ান সাগরের দিকে ঘুরে যেতে বাধ্য করেছিল। এতেই উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।
বিবিসি জানায়, দুর্ঘটনাটি এমন সময়ে হয়েছিলো যখন রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ড্রোনগুলিকে প্রতিহত করছিল।
এ ঘটনায় রাশিয়াকে অবশ্যই হামলার বিষয়ে "বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে" বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি।
ক্রেমলিনের কিছুক্ষণ পরে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, উড়োজাহাজের ফুসেলেজের ক্ষতি "একটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হামলার কথা স্মরণ করিয়ে দেয়। রাশিয়াকে এর "স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।"
উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৩৮ জন নিহত হয়েছে।