বুগেনভিলেতে স্বাধীনতার পক্ষে পড়ল ৯৮ ভাগ ভোট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিবিসি থেকে নেয়া

ছবি: বিবিসি থেকে নেয়া

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র বুগেনভিলেতে দ্বিতীয় দফার গণভোটে ৯৮ ভাগ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে।

অধিক স্বায়ত্তশাসন না স্বাধীনতা, এ নিয়ে ৭ ডিসেম্বর দ্বিতীয় দফার এ গণভোট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, বুগেনভিলের জনসংখ্যা ৩ লাখ। আর ভোটার দুই লাখ ৬ হাজার ৭৩১ জন। ভোট পড়েছে ১ লাখ ৮১ হাজার ৬৭টি।

বিজ্ঞাপন

স্বাধীনতার পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৯২৮টি। আর অধিক স্বায়ত্তশাসনের পক্ষে ৩ হাজার ৪৩টি। বাতিল হয়েছে ১ হাজার ৯৬টি ভোট।

ডিসেম্বরের শেষদিকে চূড়ান্ত ফলাফল জানা যাবে।

স্বাধীনতার পক্ষে বেশি ভোট পড়লেও এটি এখনই কার্যকর হচ্ছে না। এটি বুগেনভিলের স্বাধীনতার পথে প্রথম ধাপ হিসেবে চিহ্নিত হলো।