দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দুই প্রদেশ, নিহত ৩
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। দাবানলে ঘরছাড়া হয়েছেন হাজারের বেশি মানুষ।
শুক্রবার (৮ নভেম্বর) কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে দাবানলের উৎপত্তি হয়। রোববার (১০ নভেম্বর) ১০০ এর বেশি স্থানে আগুন জ্বলছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণ সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দুই রাজ্যে এক হাজার ৩০০ জন অগ্নিকর্মী কাজ করছেন। প্রয়োজনে সেনাবাহিনীকে মাঠে নামাতে হতে পারে।
নিহত এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানান দেশটির সরকার প্রধান।
১০০ এর বেশি স্থানীয় লোকজনও আগুন নেভাতে কাজ করছেন। ইতোমধ্যে প্রদেশ দুটিতে জরুরি অবস্থা জারি করেছে অস্ট্রেলিয়ান সরকার।
প্রদেশ সরকার থেকে জানানো হয়, প্রদেশের বিভিন্ন জায়গায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। আর দমকা বাতাস এবং তাপমাত্রা দাবানলকে আরও বাড়িয়ে তুলছে।
এদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে প্রদেশ দুটি। এর মধ্যে অনেক জায়গায় স্থানীয় লোকজন তাদের বাড়িঘরে আটকে পড়েছেন এবং ভয়ানক আগুনের কারণে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে যেতে পারছে না।