লাগামহীন মূল্য, পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করল ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় পেঁয়াজ

ভারতীয় পেঁয়াজ

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায়, পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করল দেশটির সরকার। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় রফতানির এই লাগাম টেনে ধরল ভারত সরকার।

রোববার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ সেপ্টেম্বর প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৮৫০ ডলারের কমে রফতানি না করার নির্দেশ দেয় দেশটির বৈদেশিক বাণিজ্য শাখা।

সম্প্রতি বন্যার প্রভাবে দিল্লিসহ দেশটির বিভিন্ন স্থানে কেজি প্রতি ৬০ থেকে ৮০ রুপি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধি আগে থেকে আঁচ করতে পেরে সাধারণ মানুষের জন্য ৫০ হাজার  টন অতিরিক্ত পেঁয়াজ মজুত করেছে ভারত।

ব্যববসায়ীদের পেঁয়াজ মজুত করে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এদিকে হঠাৎ করেই ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করায় বাংলাদেশের পেঁয়াজের বাজারে বড় প্রভাব পড়বে বলে জানিয়েছেন আমদানিকারকরা।