ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশে ৪৭ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুইদিনের ভারী বর্ষণে ভারতের উত্তর প্রদেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির ত্রাণ অধিদফতরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এবং শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভারী বর্ষণের ফলে ঘর, দেয়াল ধস, সাপের কামড়, ডুবে যাওয়া এবং বজ্রপাতের ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এরমধ্যে প্রতাপগড় ও রায়বাড়লিতে ৬, আমেথিতে ৫, চান্ডৌলি ও বারাণসীতে ৪, প্রয়াগরাজ, বড়বাঙ্কি, মহোবা ও মির্জাপুরে ৩, আম্বেদকর নগরে দুজন এবং কানপুর, গোরখপুর, সোনভদ্র, অযোধ্যা, জৌনপুর, কাউশম্বী আজমগড় ও সাহারানপুরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরণের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত বন্যা কবলিত স্থানে ত্রাণ দেওয়ার কথা বলেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ টাকা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।

ভারী বর্ষণের কারণে প্রদেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রায় তিন হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশটিতে আগামী দুইদিন আরও ভারী বৃষ্টির সতর্কতা সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।