ভারতে ‘তিন তালাক’ বিল পাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় রাজ্য সভা/ ছবি: সংগৃহীত

ভারতীয় রাজ্য সভা/ ছবি: সংগৃহীত

ওয়াক-আউট ও অনুপস্থিতির পর ভারতের রাজ্যসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পাস হয়েছে। তাৎক্ষণিক তিন তালাক মানে হলো তিন বার ‘তালাক’ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার প্রথা। এই বিল পাসের মাধ্যমে ভারতে তিন তালাক প্রথা বিলুপ্ত হলো।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজ্যসভার এক অধিবেশনে এ বিল পাস হয়।

বিজ্ঞাপন

লোকসভায় বিলটি বিরোধীদের বাধার মুখে পড়ে। সেখানে তিন তালাক বিলটির বিরোধিতা করেছিল নীতিশ কুমারের জনতা দল ইউনাইডেট, এআইএডিএমকে ও কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

মঙ্গলবার রাজ্যসভায় এই বিলের উপর ভোটাভুটির আগে ওয়াক-আউট করে জনতা দল ইউনাইটেড ও এআইএডিএমকে, অনুপস্থিত ছিল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

জানা যায়, ভোটাভুটিতে অনুপস্থিত ছিল কংগ্রেস, সমাজবাদি পার্টি ও শারদ পাওয়ারের দলের একাধিক সংসদ সদস্য। এক সপ্তাহের মধ্যে আলোচিত দুটি বিল পাশ হয়ে গেল রাজ্যসভায়। গত সপ্তাহে তথ্য জানার অধিকার আইনের সংশোধনী বিলটি রাজ্যসভায় পাশ হয়।

বিলটি আরও বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন রাজ্যসভায় বিরোধীদলের সংসদ সদস্যরা। বিপথগামী স্বামীদের তিন বছরের জেলের সাজার বিরুদ্ধেও মত দেন তারা। তাদের দাবি, প্রস্তাবিত আইনটি মুসলিমদের ভু্ক্তভোগী করে তুলবে।