মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই শহরে ভবন ধসে ১৪ জন নিহত হয়েছে। ভবনের ভিতরে অনেক মানুষ আটকে পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যমে জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে চারতলা একটি ভবন ধসে পড়ে। ধসে পড়া ভবনের মধ্যে প্রায় ৩০-৪০ জন মানুষ আটকা পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে উদ্ধারকর্মীর তিনটি দল সারারাত উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

উদ্ধারকর্মীরা জানায়, দুই শিশুসহ নয়জন জীবিত মানুষ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষ জীবিত থাকাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ভবনটি ১০০ বছর আগে নির্মাণ করা হয়। গতসপ্তাহের ভারী বর্ষণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এখানে ১৫টি পরিবার বসবাস করতো। আটকে পরা মানুষদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।