ভারতে সরকারি অফিসে ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিষেধ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুক-হোয়াটসঅ্যাপ

ফেসবুক-হোয়াটসঅ্যাপ

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি অফিসে বসে সরকারি কম্পিউটার বা মোবাইল ফোনে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি অফিসের গোপন তথ্যের নিরাপত্তার কথা ভেবেই কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক নির্দেশিকায়।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি ডিভিশনের পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি অফিসের কম্পিউটার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে চান তা হলে তাকে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিতে হবে।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অফিসের বাইরে নিজেদের পেন ড্রাইভ, হার্ড ডিস্ক নিয়ে যেতে পারবেন না৷ কেউ কোন সরকারি তথ্য বা নথি গুগল ড্রাইভ, ড্রপ বক্স, আই ক্লাউড-এ সংরক্ষণ করতে পারবেন না।

অফিসের দেওয়া ই-মেইল আইডির বাইরে অন্য কোন ই-মেইল সরকারি কাজের জন্য ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।