ভারতের পুনেতে দেয়াল ধসে নিহত ১৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পুনে রাজ্যে প্রবল বর্ষণে দেয়ালের কিছু অংশ ধসে ১৫ জন মারা গেছেন। এদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন।

পুলিশ জানায়, রাজ্যটির কোধাঁও এলাকার আবাসিক ভবনের পাশে টানা বৃষ্টির কারণে শুক্রবার (২৮ জুন) রাত পৌনে ২টার দিকে দেয়ালটি ধসে পড়ে। এতে সেখানে দাঁড় করানো গাড়ি পাশের নিচু স্থানে পড়ে যায়। নিচে নির্মাণশ্রমিকদের জন্য টিনের তৈরি ঘর ছিল।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আরও কেউ ধসে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Pune Rain

এনডিআরএফ -এর কর্মকর্তা সদানন্দ গাদে জানান, কাছের একটি প্লটে একটি ভবনের নির্মাণকাজ চলছে। টিনের ঘরগুলোতে নির্মাণাধীন ওই ভবনের শ্রমিকরা থাকতেন। মধ্যরাতে দেয়ালের অংশবিশেষ ধসে ওই ঘরগুলোর ওপর পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, এ ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও এনডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ জুন) থেকে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সেখানে ৭৩.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ২০১০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

এদিকে, মহারাষ্ট্রে বৃষ্টিজনিত কারণে ইতোমধ্যে আটজন মারা গেছেন, পাঁচজন আহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি