অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদের ভোট গ্রহণ শুরু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদের ভোট গ্রহণ চলছে, ছবি: বার্তা২৪

অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদের ভোট গ্রহণ চলছে, ছবি: বার্তা২৪

অস্ট্রেলিয়ায় ৪৬ তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ও বিরোধী দলীয় নেতা বিল শর্টেনের মধ্য-বামপন্থী অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও আভাস পাওয়া গেছে।

জরিপ বলছে, লেবার পার্টি ক্ষমতাসীন দল ন্যাশনাল জোট থেকে এগিয়ে রয়েছে। দেশটিতে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ। সবাইকে ভোট দেয়া বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় প্রতি তিন বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত কেউ প্রধানমন্ত্রীর পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি।