`ভুল ভোট দিলে আপনার সন্তান চা-ওয়ালা হতে পারে'

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কংগ্রেস নেতা নবজাত সিধু / ছবি: সংগৃহীত

কংগ্রেস নেতা নবজাত সিধু / ছবি: সংগৃহীত

ভুল ভোট দিলে ভবিষ্যতে তাদের সন্তানরা চা বিক্রেতা, পকোড়া বিক্রেতা অথবা চৌকিদার (পাহারাদার) হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা নবজাত সিধু।

লোকসভা নির্বাচনী প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আক্রমণ করে সোমবার (২৯ এপ্রিল) এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

টুইটে তিনি ভোটারদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ‘মোদি যখন গুজরাটে বেড়ে উঠছিলেন তখন তিনি চা বিক্রেতার কাজ করেছিলেন। তিনি এখন নিজেকে চৌকিদার বা দেশের পাহারাদার বলে ডাকেন।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি মন্তব্য করেছিলেন, তিনি পাকোড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর জয়ের বিষয়ে সিধু জানান, রাহুল যদি হারেন, সিধু নিজেই রাজনীতি ছেড়ে দেবেন৷

তিনি বলেন, ‘গত ৭০ বছরে দেশের উন্নতিতে কোনও ভূমিকাই নেই বিজেপির৷ যা কিছু করেছে, তা কংগ্রেস করেছে। সামান্য সুচ থেকে এয়ারক্রাফট আজ দেশে তৈরি হয়৷ আর এই উন্নয়নের পেছনে রয়েছে কংগ্রেসের অবদান৷’

এদিন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর প্রশংসা করে সিধু বলেন, ‘জাতীয়তাবাদ যদি কারও থেকে শিখতে হয়, তবে তিনি সোনিয়া গান্ধী৷ সোনিয়ার জন্যই কংগ্রেস ১০ বছর সুষ্ঠুভাবে দেশ চালাতে পেরেছে৷’

এর আগে কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার সিধুকে বিহারে মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্য করায় ৭২ ঘণ্টার প্রচারণা নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাচন কমিশন।