নিউজিল্যান্ডের মসজিদে হামলা
প্রত্যক্ষদর্শী যা বললেন...
ক্রাইস্টাচার্চের মসজিদে ভয়াবহ হামলার প্রত্যক্ষদর্শী একজন নিজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন এভাবে-
‘পুরোদুস্তর সেনাবাহিনীর পোশাক পরা এক লোক হাতে বিশাল একটা বন্দুক নিয়ে মসজিদ এলাকায় ঢুকে পড়ে। কিছুটা সামনে বাড়ার পর সে বন্দুকের নল সামনে ঘোরায়। খানিকবাদে সে শরীর ঘুরিয়ে ঘুরিয়ে গুলি করতে থাকে। মূহূর্তের মধ্যেই চারধারে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলো। চারদিকে যে গুলি করতে লাগলো। দেখে মনে হচ্ছিলো সামনে যাকেই পাওয়া যাবে-তাকে সে মারবে। আতঙ্কিত লোকজন তখন মসজিদের দরজা দিয়ে বেরুতে না পেরে আশপাশের কাঁচের জানালা ভাঙ্গতে শুরু করে। মসজিদ থেকে বেরিয়ে এসে প্রাণ বাঁচানোর চেষ্টা সবার।
আমি তখন সামনে আসা কয়েকজন লোককে নিরাপদে জায়গা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করি। কিন্তু সামনে এত লোক, হুড়োহুড়ি পড়ে যায়। এরই মধ্যে গুলির শব্দ চলছেই । আমি নিজেও তখন দৌড়ে পালাই। আমি সেই হামলা কারির চেহারা দেখতে পাইনি। কারণ সে হেলমেট পরেছিলো। বেশ কয়েকবার সে তার হাতে ধরা বন্দুকের গুলি বদল করে। খুব কম করে হলেও অন্তত একশ’র মতো গুলি করে সে।’’