টাইব্রেক ভোটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাইব্রেক ভোট পেয়ে প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ। ট্রাম্পের মনোনীত হেগসেথের এ নিয়োগ চূড়ান্ত হতে বেশ বেগ পেতে হয়। শুক্রবার সিনেটে অনুষ্ঠিত পক্ষে- বিপক্ষে হাড্ডাহাড্ডি ভোটাভুটির মাধ্যমে তা নিশ্চিত হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের সিনেটে হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ে। ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানের তিন সদস্যও তার বিপক্ষে ভোট দেন। পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সিনেটে টাইব্রেক ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তার ভোটেই হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাইব্রেক ভোটে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ চূড়ান্ত হলো। এর আগে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের নিয়োগ চূড়ান্ত করতেও ভাইস প্রেসিডেন্টের ভোট লেগেছিল।

যৌন নিপীড়ন, বিশ্বাসঘাতকতা ও অতীতে মদ পানের অভিযোগ তুলে প্রাক্তন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল সহ তিনজন রিপাবলিকান সিনেটর হেগসেথের বিপক্ষে ভোট দেন। এর আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন হেগসেথ। সেখানেও তিনি নির্বাচনে পরাজিত হন।

বিজ্ঞাপন

এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন ও দক্ষ ব্যক্তি। হেগসেথ রিপাবলিকানদের আমেরিকাই প্রথম নীতিতেও প্রবলভাবে বিশ্বাসী।

প্রসঙ্গত, নব নির্বাচিত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মার্কিন সেনাবাহিনীর যুদ্ধ-অভিজ্ঞ সদস্য ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ানতানামো বে কারাগারেও কাজ করেন।