ভারতের অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সকাল ১০টা ৩০মিনিটে কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণ ঘটে। এতে ছাদ ধসে পড়ে এবং এক ডজনেরও বেশি শ্রমিক আটকা পড়ে। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয়েছিল।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।