আর জি করে ধর্ষণ-হত্যা: দোষী সাব্যস্ত সঞ্জয়, রায় সোমবার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছে পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আগামী সোমবার (২০ জানুয়ারি) এই মামলার রায় ঘোষণা করা হবে।
শনিবার (১৮ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানা যায়।
হিন্দুস্তান টাইমসে প্রতিবেদনে বলা হয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের ৫ মাস ৯ দিন পর কলকাতার শিয়ালদাহের জেলা বিচার বিভাগীয় আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে।
বিচারক অনির্বাণ দাস বলেন, আসামী তিনটি ধারায় দোষী প্রমাণিত। তাঁর এই অপরাধের শাস্তির রায় ঘোষণা করা হবে আগামী সোমবার।
এসময় নিজেকে নির্দোষ দাবী করে আদালতে সঞ্জয় বলেন, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। তাহলে ঘটনার সময় সেখানে তা পড়ে থাকত। আমাকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় আরও বলেন, ‘আমি কিছু করিনি। আমার কথা একবার শুনুন।’
১২ মিনিটের শুনানিতে সঞ্জয় রায়কে বিচারক বলেন, 'শাস্তি আপনাকে পেতেই হবে।' এদিকে সিবিআইয়ের পেশ করা প্রমাণে বিচারক সন্তুষ্ট বলে জানান। সঞ্জয়ের সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে। আর সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা । বিএনএস-এর ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের সময় এমন আঘাত করা যাতে মৃত্যু হতে পারে), ১০৩ (১) (খুন) ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আরজি কর মামলায় অভিযুক্ত সঞ্জয় দোষী সাব্যস্তের পর নির্যাতিতার বাবা বললেন, 'আপনার উপর যে আস্থা রেখেছিলাম, তার পূর্ণ মর্যাদা রেখেছেন। আপনাকে ধন্যবাদ দিতে চাই।' তিনি কাঁদতে কাঁদতে বিচারককে ধন্যবাদ জানালেন।
রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘পুলিশ সব শক্তি দিয়ে তদন্ত করছিল। সেখানেই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু বাম, কিছু অতিবাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী, একাংশের চিকিৎসক যেভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করছিলেন তাতে আজকের রায় প্রমাণ করল কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল।
এর আগে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার সকাল থেকেই কলকাতা পুলিশ শিয়ালদাহ আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করে। আদালতে ঢোকার সব পথ নিরাপত্তাজনিত কারণে আটকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমারজেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, ধর্ষণ ও খুন করা হয়েছিল সেই তরুণী চিকিৎসককে। আজ সেই মামলায় শিয়ালদাহ আদালত দোষী সাব্যস্ত করল সঞ্জয় রায়কে। এর আগে গত ৪ নভেম্বর এই মামলায় আদালতে চার্জ গঠন করেছিল সিবিআই। ১১ নভেম্বর মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়। আর গত ৯ জানুয়ারি তা শেষ হয়েছিল।