অন্তর্বর্তী সরকার ৫৩ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল: রিপন
অন্তর্বর্তী সরকারকে গত ৫৩ বছরের মধ্যে সবচেয়ে দুর্বলতম সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
বুধবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় একটি পত্রিকায় প্রকাশিত সেনাপ্রধানের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিলো পুলিশ থেকে প্রশাসন সব কিছু ঠিক করতে কি দরকার? সেনাপ্রধান বলেছেন নির্বাচন। নির্বাচিত সরকারই হচ্ছে এর জবাব। সুতরাং নির্বাচিত সরকারকেই আসতে হবে। কারণ এই সরকার হচ্ছে গত ৫৩ বছরের মধ্যে সবচেয়ে দুর্বলতম সরকার। এই দুর্বলতম সরকার যদি সংস্কারের নামে অব্যাহত থাকে জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যেতে পারে।
নির্বাচন নিয়ে ভয় কিসের প্রশ্ন রেখে আসাদুজ্জামান রিপন বলেন, অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করছেন নাকি নতুন দল গঠনের জন্য বিলম্ব করছেন এটা তো মানুষ জানতে চায়। ধানায় পানায় কিন্তু চলবে না। স্পষ্টভাবে বলি, নির্বাচন দিতে হবে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে সরকার হতে হবে। তাহলেই মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত থাকবে। জনগণের নেতারা দেশ পরিচালনা করবেন এটা সেনাবাহিনীর প্রধানও বলেছেন, এটা রাজনীতিকদের কাজ। অন্তর্বর্তী সরকারের কাজ না এটা।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।