ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যে একটি চলন্ত গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গেছে। এতে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। হতাহত আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায়।  

বিজ্ঞাপন

গণমাধ্যমটির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে একটি গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গেছে। 

রাজ্য কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় দশজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

রাজ্যটির জরুরী প্রস্তুতি বিভাগ নোলা রেডির কর্মকর্তারা জানিয়েছেন, এতে এখন পর্যন্ত ৩০ জনের আহতের খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।