প্রথম সুইং স্টেটের ফল ঘোষণা, জয়ী ট্রাম্প

  হাতি-গাধার লড়াই ২০২৪
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুইং স্টেট খ্যাত নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এই রাজ্যেটিতে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। নর্থ ক্যারোলিনা জয়ে কমলার থেকে আরও এগিয়ে গেছেন ট্রাম্প।  

বিবিসির সবশেষ প্রতিবেদন থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৩০টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৬৫টি ভোট। উল্লেখ্য, হোয়াইট হাউজের নেতৃত্বের জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।

বিজ্ঞাপন

রাজ্যেটিতে ৮৯ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ ও কমলা পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বাকি সুইং স্টেট জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা এবং উইসকনসিনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কমলা শুধু মিশিগানে এগিয়ে। আর নেভেদায় এখনো দোদুল্যমান। তবে এমন পরিস্থিতিতে এই রাজ্যেগুলো কার পক্ষে যায় তা এখনই বলা যাবে না। এজন্য অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। কেননা ভোটের মাঠে যেকোন কিছু হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও ২৭ অক্টোবর থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। ইতোমধ্যে দেশটির প্রায় ৮ কোটি বেশি ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি।