মার্কিন ইতিহাসে সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের রেকর্ড
হাতি-গাধার লড়াই ২০২৪মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি নির্বাচনী ব্যয়ের রেকর্ড গড়েছে ২০২৪ সালের ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার লড়াই। ফিন্যান্সিয়াল টাইমস’র রিপোর্ট অনুযায়ী, ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে দুই প্রার্থীর নির্বাচনী ব্যয় পৌছে গেছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে।
প্রকাশিত প্রতিবেদন বলছে, হ্যারিস ২ দশমিক ৩ বিলিয়নেরও বেশি নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন এবং ইতিমধ্যে ব্যয় করেছেন ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। অন্যদিকে , ট্রাম্প ১ দশমিক ৮ বিলিয়ন ডলার সংগ্রহ করেছেন, ব্যয় করেছেন ১ দশমিক ৬ বিলিয়ন।
২০২৪ সালে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মিলিত নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড।
ব্যক্তিগত, দলীয় ও নাগরিকদের থেকে সংগৃহীত তহবিল এবং রাজনৈতিক অ্যাকশন কমিটির মাধ্যমে সংগ্রহ করা তহবিল মিলে গড়ে উঠে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী তহবিল। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান-দুই শিবিরেই এবার অনেক মার্কিন ধনকুবেরের বিপুল অনুদানের খবর প্রকাশ্যে এসেছে।