ক্যালিফোর্নিয়া-ওরেগন জিতে ব্যবধান কমালেন কমলা

  হাতি-গাধার লড়াই ২০২৪
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জিতে ট্রাম্পের আরও কাছে চলে এসেছেনকমলা হ্যারিস। বিবিসির সবশেষ প্রতিবেদন থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১১টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৫৩টি ভোট।

শেষ তিনটি অঙ্গরাজ্যের ফলাফলে কমলা দুটিতে ও ট্রাম্প একটিতে জয় পেয়েছেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়া ও ওরেগন জিতেছেন কমলা আর ট্রাম্প জিতেছেন ইডাও অঙ্গরাজ্যে।

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার ৫৪টি ও ওরেগাবের ৮টি ইলকেটোরাল জিতে ব্যবধান কমিয়েছেন কমলা হ্যারিস। অন্যদিকে ইডাওয়ের ৪টি অঙ্গরাজ্যে জিতে আরও এগিয়েছেন ট্রাম্প।

এর আগে শেষ ১০টি অঙ্গরাজ্যের ফলাফলে দেখা যায়, ট্রাম্প জিতেছেন ৬টিতে বাকি ৪ রাজ্যের দখলে কমলা। ট্রাম্পের জয়ী হওয়া অঙ্গরাজ্যেগুলো হলো- ফ্লোরিডা, মিসিসিপি, লুইজিয়ানা, ক্যানসাস, আইওয়া ও ওহিওয়া। আর কমলা জিতেছেন ইলিয়ন, কলোরাডো, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও ম্যাসাচুসেটস।  

বিজ্ঞাপন

এদিকে বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের মূল ফ্যাক্টর হচ্ছে সাতটি সুইং স্টেট। এর মধ্যে মিশিগানে জয়ী হয়েছেন কমলা। বাকিগুলোতে চলছে ভোট গণনা।

তবে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, পেনসিলভিনিয়া, জর্জিয়া ও মিশিগান অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ তিনটি রাজ্যে মোট ৫০টি ইলেক্টোরাল ভোট রয়েছে।  

বাকি সুইং স্টেটের মধ্যে উইসকনসিনে ১০টি, আরিজোনায় ১১টি, নেভাদায় ৬টি এবং নর্থ ক্যারেলিনায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ওয়াশিংটন ডিসির জন্য ইলেকটোরাল কলেজ ভোট তিনটি।  

উল্লেখ্য, ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হলেও ২৭ অক্টোবর থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোটপর্ব। ইতোমধ্যে দেশটির প্রায় ৮ কোটি বেশি ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আমেরিকায় ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এ বারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৬৬ শতাংশ, যা ছিল গত এক শতকের মধ্যে সর্বোচ্চ। সে বার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি।