ভাল্লুককে পাসপোর্ট দিয়েছে যুক্তরাজ্য

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্যাডিংটন নামক এক ভাল্লুককে পাসপোর্ট দিয়েছে যুক্তরাজ্য। ‘প্যাডিংটন ইন পেরু’ চলচ্চিত্রের নির্মাতার অনুরোধে ব্রিটিশ প্রশাসন এই পাসপোর্ট প্রদান করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এই সম্পর্কে চলচ্চিত্রটির সহ-প্রযোজক রুবি সিলভা জানান, চলচ্চিত্রে ব্যবহারের জন্য তাদের দল যুক্তরাজ্যের প্রশাসনের কাছে একটি রেপ্লিকা পাসপোর্ট দেওয়ার আবেদন করেছিল। পরবর্তীতে দেশটির প্রশাসন রেপ্লিকার পরিবর্তে আসল পাসপোর্টই করে দিয়েছে। 

পাসপোর্টটিতে প্যাডিংটনের ছবি আছে। তবে পাসপোর্টে তাকে শুধু ভাল্লুক নামেই উল্লেখ করা হয়েছে। জন্মতারিখ দেওয়া হয়েছে ২৫ জুন এবং জন্মস্থান পেরু। পাসপোর্টের ছবিতে প্যাডিংটন ভাল্লুকটির গা ভর্তি গাঢ় বাদামি রঙের লোম, মাথায় বেশির ভাগ সময় থাকে লাল রঙের একটি টুপি। 

উল্লেখ্য, শিশুতোষ গল্পের জনপ্রিয় চরিত্র এই ‘প্যাডিংটন বিয়ার’। চরিত্রটি সৃষ্টি করেছেন ইংরেজ লেখক টমাস মাইকেল বন্ড। প্যাডিংটনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা ‘প্যাডিংটন ইন পেরু’। দ্রুতই সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমায় ছোট্ট প্যাডিংটন তার আন্ট লুসির সঙ্গে দেখা করতে পেরু ভ্রমণে যাবে।