ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিলেন খামেনি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

গত বুধবার (৩১ জুলাই) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ নির্দেশ দেন তিনি। ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

তাদের মধ্যে দুজন ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হানিয়ার মৃত্যুর পরপরই বুধবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন খামেনেয়ি। ওই বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

নির্দেশনার অংশ হিসেবে কর্মকর্তারা বলছেন, হামলা ও প্রতিরোধ উভয় পরিকল্পনা তৈরি রাখতে আইআরজিসি ও ইরানের সেনা কমান্ডারদের বলেছেন খামেনেয়ি। মূলত যুদ্ধের সম্প্রসারণ কিংবা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই এই নির্দেশনা দিয়েছেন তিনি।