হামাস প্রধানকে হত্যার ঘটনায় হিজবুল্লাহর নিন্দা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামাস প্রধানকে হত্যার ঘটনায় হিজবুল্লাহর নিন্দা

হামাস প্রধানকে হত্যার ঘটনায় হিজবুল্লাহর নিন্দা

লেবাননের হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ায় দেশটির কঠোর নিন্দা জানিয়েছে। তার নিহত হওয়ার বিষয়টি ইরান-সমর্থিত ‘প্রতিরোধ’ গ্রুপগুলোর মনোবলকে আরো বাড়িয়ে তুলবে। খবর এএফপি’র।

হামাস বলেছে, হানিয়াহ ইরানের রাজধানীতে ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি দেশটির নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণে সেখানে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘নেতা হানিয়াহ’র শাহাদাত বরণ প্রতিরোধ ফ্রন্টের সকল ক্ষেত্রে মুজাহিদিন প্রতিরোধ যোদ্ধাদের মনোবলকে বাড়িয়ে তুলবে এবং ইহুদিবাদী শত্রুদের মোকাবিলায় তাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে।’

হামাস গ্রুপ হানিয়াহকে ‘বর্তমান সময়ের একজন মহান প্রতিরোধ নেতা হিসেবে উল্লেখ করেছে। তিনি আমেরিকান আধিপত্য এবং ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন।’