লিউকেমিয়ায় আক্রান্ত সিরিয়ার ফার্স্ট লেডি
সিরিয়ার ফার্স্ট লেডি আসমা আল-আসাদের লিউকেমিয়া ধরা পড়েছে। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২১ মে) খবরটি নিশ্চিত করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কার্য্যালয়।
বাশার আল-আসাদের কার্য্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের স্ত্রীর বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার এ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে ফার্স্ট লেডি আসমা এখন একটি বিশেষ চিকিৎসা প্রোটোকল মেনে চলবেন এবং অস্থায়ীভাবে সকল ব্যস্ততা থেকে দূরে থাকবেন।
এ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া হল অস্থি মজ্জা এবং রক্তের এক রকমের আক্রমনাত্মক ক্যান্সার।
প্রসঙ্গত, আসমা আল-আসাদের এর আগে স্তন ক্যান্সার ধরা পড়েছিল। তার এই রোগ নির্ণয়ের এক বছর পরে ২০১৯ সালের আগস্টে জানিয়েছিলেন যে, তিনি এখন সম্পূর্ণ রোগ মুক্ত।
২০০০ সালে তৎকালীন নবনিযুক্ত প্রেসিডেন্ট বাশার আসাদকে বিয়ে করার আগে তিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন।
তারপর থেকে তিনি নানা জনকল্যানকর কাজ করেছেন। কিন্তু, তার বিরুদ্ধে ব্রিটিশ শিক্ষা এবং পশ্চিমা শৈলী ব্যবহার করার চেষ্টা করার অভিযোগ রয়েছে।