তাইওয়ানে একদিনে ৪ বার ভূমিকম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েনে এক দিনে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।

কয়েক ঘণ্টায় কেবল কেঁপে কেঁপে উঠছে। শক্তিশালী এক ভূমিকম্পের পর সেখানে ৬০ বার কম্পন অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তি পূর্ব হুয়ালিয়েনে। এছাড়া, দেশটির তাইচুং, নান্টৌ ও চাংহুয়া কাউন্টিতেও আরও ৩টি কম্পন অনুভূত হয়েছে। যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪ দশমিক ৮, ৪ ও ২।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক বলেছেন, চলতি মাসের শুরুতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর ৫ দশমিক ৫ মাত্রাই ছিল সবচেয়ে শক্তিশালী।

হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি পোস্টে বলেছে, ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরিদর্শনের জন্য তারা টিম পাঠিয়েছেন।

চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়।