নতুন শিক্ষাবর্ষেও স্কুলে যেতে পারছে না আফগান মেয়েরা
নতুন শিক্ষাবর্ষে বুধবার (২০ মার্চ) খুলেছে আফগানিস্তানের স্কুলগুলো। কিন্তু, বিগত দুই বছরের মতোই এবারও স্কুলে যেতে পারছে না দেশটির মেয়েরা।
কারণ, তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালের মার্চ মাস থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুলে মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে।
রয়টার্সকে এ খবর জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ২০২১ সালের মাঝামাঝিতে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে তালেবান।
আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করে।
কাবুলে এক ঘোষণায় বলা হয়েছে, একটি অনুষ্ঠানে স্কুলের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে সকল প্রদেশে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।
মিডিয়া আউটলেটগুলোতে জারি করা আমন্ত্রণে নারী সাংবাদিকদের অনুষ্ঠান কাভার করতে স্পষ্টত নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি তাদের নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। কিন্তু, সেখানে ২০২২ সালের ডিসেম্বর থেকে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ রয়েছে।