মনোনয়নপত্র জমা দিলেন আসিফা ভুট্টো
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কনিষ্ঠ কন্যা আসিফা ভুট্টো তার বাবার শূন্য সিন্ধু প্রদেশের একটি জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনের জন্য তার প্রার্থীতা দাখিল করেছেন।
এনডিটিভি জানিয়েছে, এর মাধ্যমে সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আসিফার।
উল্লেখ্য, ৩১ বছর বয়সি আসিফা কিছু সময়ের জন্য রাজনীতিতে সক্রিয় থাকলেও তার বাবা আসিফ আলি জারদারি উপযুক্ত সুযোগের অপেক্ষায় এতোদিন তাকে সংসদীয় রাজনীতি থেকে দূরে রেখেছিলেন।
জিও টিভি জানিয়েছে , সিন্ধু প্রদেশের শহীদ বেনজিরাবাদ জেলার এনএ-২০৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে রবিবার (১৭ মার্চ) মনোনয়নপত্র জমা দিয়েছেন আসিফা।
প্রসঙ্গত, আসিফ আলি জারদারি আসনটিতে জয়লাভ করলেও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হওয়ার পর আসনি শূন্য ঘোষণা করা হয়।
আসিফার চেহারার সঙ্গে তার মা বেনজিরের চেহারার সাদৃশ্য রয়েছে, যিনি ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে বোমা হামলা ও আত্মঘাতী হামলায় নিহত হন।
আসিফা তখন কিশোরী ছিলেন এবং তার দুই বড় ভাই-বোন বখতাওয়ার এবং বিলাওয়ালের তুলনায় বেশি মানসিকভাবে ভুগছিল।
আসিফার বড় ভাই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল এখন পিপিপির চেয়ারপারসন।