রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেবেন না জারদারি
পাকিস্তানের নব নির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন না নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। দেশের অর্থনৈতিক সংকটের কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে রাষ্ট্রপতির সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাষ্ট্রপতির সচিবালয়ের প্রেস উইংয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির বেসরকারি টিভি চ্যানেল জিওটিভি নিউজ এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, রাষ্ট্রীয় কোষাগারের ওপর যাতে আর্থিক চাপ না পড়ে, সে বিবেচনা থেকে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) প্রেসিডেন্ট অব পাকিস্তানের হ্যান্ডেল থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
এক্সের ক্ষুদে বার্তায় বলা হয়, দেশের আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করতে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
আসিফ আলী জারদারি ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। দেশটির প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান।