আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ, ৩ সন্ত্রাসী আটক

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। ছবি : সংরক্ষিত

আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। ছবি : সংরক্ষিত

পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং পুলিশ সফলভাবে আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা প্রতিরোধ করে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে তিন সন্ত্রাসীকে আটক করেছে বলে জানিয়েছে ডন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে ভারী অস্ত্র এবং গোলাবারুদ ছিল।’

বিজ্ঞাপন

ডন-এর ভাষ্যমতে রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘কর্তৃপক্ষ আদিয়ালা কারাগারে একটি সম্ভাব্য হামলা আটকে দিয়েছে এবং আফগানিস্তানের নাগরিক তিন সন্ত্রাসীকে আটক করেছে। এই আফগান সন্দেহভাজনদের কাছে ভারী অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে।’

ডন জানিয়েছে, গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং অধিকতর তদন্তের জন্য অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে।

নগর পুলিশ কর্মকর্তা (সিপিও) সৈয়দ খালিদ হামদানি বলেন, ‘উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র, হাতবোমা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং জেল প্রাঙ্গণের বিস্তারিত মানচিত্র।’

সিপিও সৈয়দ খালিদ হামদানি আরও বলেন, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে কারাগার ও আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছে।’

আদিয়ালা কেন্দ্রীয় কারাগার নানা সমস্যায় জর্জরিত। বর্তমানে কারাগারটিতে তার ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে।

উল্লেখ্য, এই কারাগারের বন্দীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই নেতা ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রীও রয়েছেন।