দুর্নীতির মামলায় খালাস পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইংলাক সিনাওয়াত্রা

ইংলাক সিনাওয়াত্রা

২০১৩ সালে ৬৭ লাখ ডলারের বেশি মূল্যের একটি প্রকল্পে দুর্নীতি হওয়ার অভিযোগ এনে করা এক মামলা থেকে খালাস পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। দেশটির সর্বোচ্চ আদালত তাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন।

সোমবার (৪ মার্চ) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ  তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে ৬৭ লাখ ডলারের বেশি মূল্যের একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগ থেকে থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত তাকে খালাস দিয়েছেন। তিনি ২০১১ সাল থেকে ২০১৪ সালের সামরিক অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত থাইল্যান্ড শাসন করেন।

ইংলাকের ভাই থাকসিন গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি (নির্বাহী আদেশে মুক্তি) পাওয়ার পর ক্ষমতাধর সিনাওয়াত্রা পরিবারের জন্য এ রায় সর্বশেষ আইনি সাফল্য। এক সামরিক অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হন। তিনি দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।