রুশ ও ইউক্রেনীয়দের ভিসার মেয়াদ বাড়াবে না শ্রীলংকা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা বাতিল করার ঘোষণা দিয়েছে শ্রীলংকা।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর হাজার হাজার রুশ ও ইউক্রেনীয় এই ভিসানীতি ব্যবহার করে শ্রীলংকায় বসবাস করে আসছে।

বিজ্ঞাপন

দেশটির অভিবাসন বিষয়ক কমিশনার জেনারেল হর্ষ ইলুকপুটি রবিবার (২৫ ফেব্রুয়ারি) বলেছেন, ‘সরকার আর ভিসার মেয়াদ বাড়াবে না। আগামী ৭ মার্চের মধ্যে তাদের ফিরতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘বিমান চলাচল পরিস্থিতি এখন স্বাভাবিক। তাদের ফিরে যাওয়ায় কোনও প্রকার বাঁধা নেই।’

শ্রীলংকার সরকারি হিসেব মতে, গত দুই বছরে দুই লাখ ৮৮ হাজার রুশ এবং প্রায় ২০ হাজার ইউক্রেনীয় শ্রীলংকা সফর করেছে।

তবে হাজার হাজার রুশ এবং কিছু সংখ্যক ইউক্রেনীয় দ্বীপ রাষ্ট্রটিতে স্থায়ী হওয়ার চেষ্টা করার প্রেক্ষাপটে শ্রীলংকান সরকার এ ঘোষণা দিল।