ইমরান খানের আপিল শুনানি সোমবার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি প্রধান ইমরান খানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

এ জন্য ইসলামাবাদ হাইকোর্ট একটি স্পেশাল বেঞ্চ গঠন করেছে। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেবের স্পেশাল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (২৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের দৈনিক দ্য ডনের এক প্রতিবেদন এ খবর জানানো হয়।

ডনের খবরে বলা হয়, ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বিরুদ্ধে সেপার ও তোষাখানা মামলার রায়ের বিরুদ্ধে সোমবার স্পেশাল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

ইমরান খান এবং শাহ মেহমুদ কোরেশি তাদের বিরুদ্ধে সিপার মামলায় ১০ বছরের সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে এর আগে আপিল করেন। এছাড়া ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি তোষাখানা মামলায় তাদের প্রত্যেককে ১৪ বছরের জেল এবং ১.৫৪ বিলিয়ন জরিমানার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছেন।

সিপার মামলার রায়ের বিরুদ্ধে আপিলে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৬ আগস্টের শুনানিতে গ্রেফতার এবং রিমান্ডের যে কথা বলা হয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয় এবং এটা ছিল অবৈধ।