৬৪ শতাংশের পছন্দের প্রধানমন্ত্রী মোদি, দ্বিতীয় স্থানে রাহুল : সমীক্ষা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সামনেই ভারতের লোকসভা নির্বাচন। তার আগে টাইমস নাও-ইটিজি রিসার্চ সার্ভে’র রিপোর্টে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে ৬৪ শতাংশ মানুষের কাছে পছন্দের মানুষ হলেন নরেন্দ্র মোদি। এ ক্ষেত্রে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করছেন সবমিলিয়ে ১৭ শতাংশ মানুষ। আর ১৯ শতাংশ মানুষ অন্য কারোর পক্ষে তাদের মতামত দিয়েছেন।

বিজ্ঞাপন

টাইমস নাও ও ইটিজি রিসার্চ সার্ভের টিম নির্দিষ্ট পদ্ধতি মেনে ওই সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় বলা হয়েছিল প্রধানমন্ত্রীর হওয়ার মতো যোগ্যতা রয়েছে এমন কাকে আপনি বেছে নেবেন?

প্রশ্নটা বেশ সোজা। কিন্তু উত্তরটা অবশ্য অত সহজ হয়নি। বিরোধীদের মধ্যে কার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে সেই প্রশ্নের উত্তরে ১৭ শতাংশ রাহুলের পক্ষে ভোট দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পক্ষে মতামত দিয়েছেন ১৫ শতাংশ মানুষ। আর ১২ শতাংশ চান অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হোন।

এমকে স্ট্যালিনের পক্ষে রয়েছেন ৬ শতাংশ মানুষ। উদ্ধব ঠাকরের পাশে ৮ আছেন শতাংশ মানুষ। ৪০ শতাংশ মানুষ কারোর পক্ষেই মতামত দিতে চাননি।

‘ইন্ডিয়া’ জোটের চরম ডামাডোল, জোট ছেড়ে নীতীশ কুমারের বেরিয়ে যাওয়া, মমতার একলা চলার ডাক-এসবের মধ্যেই ফের মোদির পক্ষেই মতামত দিলেন বিরাট সংখ্যক মানুষ।

তবে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু, রাহুল গান্ধীর দল ৪০টি আসনও পাবে না বলে আগেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কিন্তু সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে আছেন রাহুল গান্ধী। তবে শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন সেটা নিশ্চিত করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।