‘সাত সাংসদকে কিনতে ২৫ কোটি করে টোপ দিচ্ছে বিজেপি’

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) সরকারের পতন ঘটাতে সাংসদ কেনাবেচার চেষ্টা শুরু করেছে বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, শনিবার (২৭ জানুয়ারি) এই অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের দলের সাত জন সাংসদের দল বদলের জন্য বিজেপির পক্ষ থেকে ২৫ কোটি রুপি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’

টেলিফোনে আপ সাংসদদের বিজেপির পক্ষ থেকে দেওয়া ওই ঘুষের প্রস্তাব ‘রেকর্ড’ করা হয়েছে বলেও দাবি করেছেন কেজরিওয়াল।

এর আগে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে বিরোধীদের পরিচালিত সরকার ভাঙা নিয়ে বিজেপিকে দুষেছেন তিনি। সেই সঙ্গে কেজরিওয়ালের প্রশ্ন, রাজ্যে রাজ্যে এই ‘অপারেশন পদ্ম’-র জন্য বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে পাচ্ছে নরেন্দ্র মোদির দল?

৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আসন সংখ্যা ৩৬। সেখানে আপের আসন আছে ৬২টি। বিজেপির মাত্র আট।

তাহলে মাত্র সাত জন সাংসদকে কিনে বিজেপি কীভাবে সরকারের পতন ঘটাবে, সে বিষয়ে কোনও ব্যাখ্যা মেলেনি আপ প্রধানের কাছ থেকে।

প্রসঙ্গত, বছর খানেক আগে কেজরিওয়াল দাবি করেছিলেন, পাঞ্জাবের ১০ জন আপ সাংসদকে কেনার চেষ্টা করছে বিজেপি। যদিও পরবর্তী সময় তেমন কোনও তৎপরতার আঁচ দেখা যায়নি।