মহুয়া মৈত্রের মামলায় জয় অনন্ত দেহরায়কে আদালতের তলব

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তৃণমূল কংগ্রেস নেতা মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহরায়কে তলব করেছে আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে গত মাসে 'ক্যাশ ফর কোয়েরি' অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টের পরে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লোকসভায় মহুয়ার বিরুদ্ধে প্রমাণ উপস্থাপনকারী জয় অনন্ত দেহরায়কে তথ্য-প্রমাণ তদন্তের জন্য আদালতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে মহুয়ার বিরুদ্ধে চিঠি লিখে অভিযোগ তুলেছিলেন। অভিযোগটি জয় অনন্ত দেহরায়ের একটি চিঠির ভিত্তিতেই করা হয়েছিল। গত বছরের অক্টোবরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার নীতিশাস্ত্র কমিটির সামনে সমস্ত প্রমাণ পেশ করেছিলেন জয় অনন্ত দেহরায়। পরে স্পিকার বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠালে কমিটির রিপোর্ট অনুযায়ী বহিস্কিৃত হন মহুয়া। বহিস্কৃত হয়েই এর শেষ দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।