ইসরায়েলপন্থী কফি কাপ প্রদর্শনের দায়ে বরখাস্ত সংবাদ উপস্থাপিকা

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংবাদ পাঠের সময় ডেস্কে স্টারবাকস কাপ রাখার কারণে বরখাস্ত করা হয়েছে তুরস্কের একটি টেলিভিশনের পুরস্কার বিজয়ী সংবাদ উপস্থাপিকাকে।

এনডিটিভি জানিয়েছে, ওই পদক্ষেপটি মুসলিম প্রধান দেশটিতে বিতর্ক উসকে দিয়েছে।

বিজ্ঞাপন

তুর্কি টেলিভিশন গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবারের সম্প্রচারের পর ৪৫ বছর বয়সি মেলটেম গুনে নামের ওই সংবাদ পাঠিকা এবং প্রোগ্রাম ডিরেক্টরকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

ইস্তাম্বুলভিত্তিক মিডিয়া সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এর দায় রয়েছে। কারণ, গাজা সম্পর্কে তুর্কি জনগণের সংবেদনশীলতা সকলেই জানে এবং শেষ পর্যন্ত তাদের রক্ষার কথা বলে। কিন্তু, আমরা উপস্থাগিকা এবং প্রযোজকের বিরুদ্ধে ওই পদক্ষেপকে অনুমোদন করি না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তুরস্কজুড়ে কফি উৎসাহীরা স্টারবাকসকে ব্যাপকভাবে বয়কটের ঘোষণািদিয়েছে।

তারা দাবি করেছে, কোম্পানিটি ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভাইরাল ভিডিওগুলিতে স্টারবাকস প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভকারীদের সমাবেশের চিত্রও দেখানো হয়েছে, যেখানে গ্রাহকদের কফি জায়ান্টকে পৃষ্ঠপোষকতা করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে৷

গত সপ্তাহে স্টারবাক্সের সিইও লক্ষ্মণ নরসিমহান ইসরায়েল এবং হামাসের উপর কফি চেইনের অবস্থান নিয়ে সাম্প্রতিক বিতর্কগুলোকে মোকাবেলা করার জন্য একটি চিঠিতে বলেছেন, ‘আমরা কীসের জন্য ইসরায়েলের পাশে দাঁড়িয়েছি সে সম্পর্কে সামাজিক মিডিয়াতে ভুল উপস্থাপন করা হয়েছে।’