নাভালনির খোঁজ মিললো আর্কটিক কারাগারে

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

আলেক্সি নাভালনি। ছবি : সংগৃহীত

রাশিয়ার জেলবন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে আর্কটিকের একটি কারাগারে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। নাভালনির মিত্ররা সোমবার (২৫ ডিসেম্বর) বলেছে, তারা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নাভালনির কোনও খোঁজ পাচ্ছিলেন না।

এনডিটিভি জানিয়েছে, নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা নাভালনিকে খুঁজে পেয়েছি। তিনি এখন ইয়ামাল-নেনেট স্বায়ত্তশাসিত জেলার খার্পের বসতিতে আইকে-৩ কারাগারে আছেন। আজ তার আইনজীবী তাকে দেখতে যান। তিনি ভালো আছেন।’

বিজ্ঞাপন

তিনি এর আগে মস্কো থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে মধ্য রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে বন্দী ছিলেন।

নাভালনির আইনজীবীরা বলেছেন, তারা গত ৬ ডিসেম্বর থেকে তার কাছে পৌঁছাতে সক্ষম হননি। রাশিয়ার কারাগার ব্যবস্থার মধ্যে স্থানান্তর গোপনীয় বিষয় এবং কখনও কখনও বন্দীদের কয়েক সপ্তাহ ধরে যোগাযোগের বাইরে রাখা হয়।

নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন পরিচালনাকারী ইভান ঝদানভ বলেছেন, ‘খার্পের আইকে-৩ একটি পেনাল কলোনি, যেখানে নাভালনিকে এখন রাখা হচ্ছে। একে পোলার উলফ বলা হয়। কারণ, এটি 'সবচেয়ে উত্তরের এবং সবচেয়ে দুর্গম কারাগারগুলোর মধ্যে একটি। সেখানে পৌঁছানো খুবই কঠিন, এবং সেখানে কোনো চিঠি বিতরণের ব্যবস্থা নেই।’

উল্লেখ্য, নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে সক্রিয় শত্রু, যিনি চরমপন্থার অভিযোগে ১৯ বছরের সাজা ভোগ করছেন।

বিষ প্রয়োগে তাকে হত্যার চেষ্টার পরে ২০২১ সালে জেলে যাওয়ার আগে তিনি বিশাল সরকার বিরোধী বিক্ষোভকে একত্রিত করেছিলেন।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নাভালনির মুক্তির আহ্বান জানিয়েছে এবং তার দোষী সাব্যস্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছে। যুক্তরাষ্ট্রও তার অবস্থান সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এন্টনি ব্লিঙ্কেন এক্স-এ লিখেছেন, ‘আমরা আলেক্সি নাভালনির হদিস নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যিনি এখন প্রায় তিন সপ্তাহ ধরে রাশিয়ার কারাগারে নিখোঁজ রয়েছেন। আমরা আরও একবার তার অবিলম্বে মুক্তি এবং রাশিয়ায় স্বাধীন কণ্ঠের অব্যাহত দমন-পীড়নের অবসানের আহ্বান জানাই।’