ইউক্রেনের ঘাতক নেটওয়ার্ককে গ্রেপ্তারের দাবি রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়াপন্থী ব্যক্তিত্বদের হত্যার জন্য টার্গেট করা ইউক্রেনের ঘাতকদের একটি নেটওয়ার্ককে গ্রেপ্তারের দাবি করেছে রাশিয়া।

মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সোমবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, তারা ইউক্রেনের বিশেষ পরিষেবার ১৮ জন এজেন্ট এবং তাদের সহযোগীকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

আল-জাজিরা জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে ক্রিমিয়া এবং ইউক্রেনের দখলকৃত পূর্বে বেশ কয়েক জন রাশিয়ানপন্থী ব্যক্তিত্ব আক্রমণের শিকার হয়েছেন।

এফএসবি বলেছে, অস্ত্রের মজুত খুঁজে পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে মস্কো ইউক্রেনের এজেন্টদের অভিযুক্ত করেছে যে, তারা রাশিয়াপন্থী সরকারি ব্যক্তিত্বদের হত্যার ষড়যন্ত্র করেছে এবং রাশিয়ার জ্বালানি ও রেল নেটওয়ার্কগুলোতে আক্রমণ করেছে।

ইউক্রেনের ওই ঘাতকদের টার্গেটে মস্কো নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভও ছিলেন।

ইউক্রেনের পার্লামেন্টের প্রাক্তন সদস্য ওলেগ সারিয়ভ ২০২৩ সালের অক্টোবরে দুইবার গুলিবিদ্ধ হয়ে বেঁচে গিয়েছিলেন। তখন ওই হামলার জন্য রাশিয়া কিয়েভকে দোষারোপ করেছিল।

গত ৭ ডিসেম্বর রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের গোপন পরিষেবাগুলোর জন্য কাজ করা একজন বিদেশী এজেন্টকে গ্রেপ্তার করেছে, যে সাইবেরিয়ায় বেশ কয়েকটি রাশিয়ার ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছিল।