রাশিয়ার নারীদের ৮’র বেশি সন্তান নেওয়ার আহ্বান পুতিনের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নারীদের প্রতি আটটি সন্তান জন্মদান এবং বড় পরিবারকে আদর্শ হিসাবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার মস্কোতে ওয়ার্ল্ড রুশ পিপলস কাউন্সিলের ভাষণে পুতিন এ কথা বলেন।

এনডিটিভি জানিয়েছে, ১৯৯০ সাল থেকে রাশিয়ার জন্মহার হ্রাস পাচ্ছে এবং গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ৩ লাখেরও বেশি হতাহতের শিকার হয়েছে।

বিজ্ঞাপন

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে পুতিন বলেন, ‘রাশিয়ার জনসংখ্যা বাড়ানোই হবে আসন্ন দশকের জন্য আমাদের লক্ষ্য। আমাদের অনেক জাতিগোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে শক্তিশালী বহু প্রজন্মের পরিবার থাকার ঐতিহ্য রক্ষা করেছে।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা স্মরণ করি, আমাদের দাদি এবং নানীদের সাত, আট বা তারও বেশি সন্তান ছিল।’

পুতিন বলেন, ‘আসুন আমরা ওই চমৎকার ঐতিহ্যগুলোকে রক্ষা করি এবং পুনরুজ্জীবিত করি। বড় পরিবারগুলোকে অবশ্যই আদর্শ হয়ে উঠতে হবে, সমস্ত রাশিয়ার মানুষের জন্য জীবনযাত্রার একটি উপায়। পরিবার কেবল রাষ্ট্র এবং সমাজের ভিত্তি নয়। এটি একটি আধ্যাত্মিক এবং নৈতিকতারও উৎস।’

উল্লেখ্য, গত মঙ্গলবার মস্কোতে ওয়ার্ল্ড রুশ পিপলস কাউন্সিলে ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। পুতিনের পুরো ভাষণটি রাশিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পুতিন বলেন, ‘রাশিয়ার জনসংখ্যা রক্ষা করা এবং বৃদ্ধি করা আমাদের লক্ষ্য আগামী কয়েক দশক এবং এমনকি আগামী প্রজন্মের জন্য। এটি রাশিয়ান বিশ্বের ভবিষ্যত, সহস্রাব্দ প্রাচীন, চিরন্তন রাশিয়া।’

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল ওই সম্মেলনের আয়োজন করেছিলেন এবং রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন।