সামরিক বাহিনীর মেডিকেল ফোর্স প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের মেডিকেল ফোর্সের সদস্যদের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের মেডিকেল ফোর্সের সদস্যদের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সামরিক বাহিনীর চিকিৎসা ব্যবস্থার কার্যক্রমে দ্রুত পরিবর্তনের অংশ হিসাবে বাহিনীটির মেডিকেল ফোর্সের প্রধানকে রবিবার (১৯ নভেম্বর) বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্স জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে সাক্ষাতের সময় ওই পদক্ষেপ ঘোষণা করেন জেলেনস্কি।

বিজ্ঞাপন

জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী উমেরভের সঙ্গে আজকের বৈঠকে অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল। ফলাফলের জন্য অপেক্ষা করার জন্য খুব কম সময় বাকি আছে। আসন্ন পরিবর্তনের জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন।’

জেলেনস্কি বলেন, নতুন আর্মড ফোর্সেস মেডিকেল ফোর্সের প্রধান হিসেবে মেজর-জেনারেল তেতিয়ানা ওস্তাশচেঙ্কোকে নির্বাচন করেছেন তিনি।

তিনি বলেন, ‘বিশেষ করে যুদ্ধের মধ্যে আমাদের সেনাদের জন্য চিকিৎসকদের মৌলিকভাবে নতুন স্তরের চিকিৎসা সহায়তা প্রয়োজন। সাবেক মেডিকেল প্রধান এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।’

উমেরভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি পোস্টে ওই বরখাস্তের কথা স্বীকার করেছেন।

তিনি লিখেছেন, ‘নির্দিষ্ট ইউনিটের কার্যকারিতার অভিজ্ঞতা সমগ্র প্রতিরক্ষা বাহিনীর কাছে প্রসারিত করা উচিত।’

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী পূর্ব ও দক্ষিণে অধিকৃত এলাকা পুনরুদ্ধারের অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছে। গত সপ্তাহে তারা দক্ষিণ খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর পূর্ব তীরের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে৷