ফিনল্যান্ডের নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্ট মার্টি আহতিসারি মারা গেছেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেলজয়ী মার্টি আহতিসারি সোমবার (১৬ অক্টোবর) ৮৬ বছর বয়সে মারা গেছেন। ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ফিনল্যান্ডের ১০ম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আন্তর্জাতিক সংঘাত সমাধানে ভূমিকা রাখার কারণে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ২০০৮ সালে। ফিনিশ প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

কসোভো, ইন্দোনেশিয়া এবং উত্তর আয়ারল্যান্ডের বিরোধপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব অঞ্চলে যুদ্ধ এবং সংঘাত যে অনিবার্য সেটিও মেনে নিতে অস্বীকার করেছিলেন তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়নের ছায়া থেকে বেরিয়ে আসা ফিনল্যান্ডের ভাবমূর্তি উন্নত করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছিলেন।

উল্লেখ্য, তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট থাকাকালীন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদকে সমর্থন করেছিলেন এবং ভোটারদের এ সংক্রান্ত গণভোটে সমর্থন দিতেও উৎসাহিত করেছিলেন। পরে ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি ৫৭ শতাংশ সমর্থনে পাস হয়।