ইউক্রেনীয় সেনারা আভদিভকা ধরে রেখেছে : জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাভদিভকায় লড়াইয়ের চিত্র। ছবি : সংগৃহীত

অ্যাভদিভকায় লড়াইয়ের চিত্র। ছবি : সংগৃহীত

ইউক্রেনের সেনা্রা পূর্বাঞ্চলীয় শহর আভদিভকাতে তাদের অবস্থান ধরে রেখেছে বলে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

রয়টার্স জানিয়েছে তিনি বলেছেন, সেখানে চলতি সপ্তাহে রাশিয়ান বাহিনীর সাথে লড়াই তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে, রাশিয়া বাহিনী কয়েক মাস অবরোধ করার পরে প্রচুর সংখ্যক সেনা ও সরঞ্জামাদি আভদিভকাতে সরবরাহ করেছে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে ওই শহরে বৃহত্তম আক্রমণ করছে।

রাশিয়ার অ্যাকাউন্টগুলোও ইঙ্গিত করে যে, অ্যাভদিভকার চারপাশে লড়াই তীব্র হয়েছে। কারণ, কিয়েভ পূর্ব এবং দক্ষিণে পাল্টা আক্রমণ শুরু করার চার মাসেরও বেশি সময় পরে মস্কো পূর্ব ফ্রন্টে পিছিয়ে গেছে।

জেলেনস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে অ্যাভদিভকার ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘আভদিভকা, আমরা আমাদের মাটি ধরে রেখেছি। ইউক্রেনীয় সাহস এবং ঐক্যই নির্ধারণ করবে যে, এই যুদ্ধ কীভাবে শেষ হবে।’

অ্যাভদিভকার প্রশাসনের প্রধান ভিটালি বারাবশ রাশিয়ার ধাক্কাকে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমাদের সেক্টরে সবচেয়ে বড় আকারের আক্রমণাত্মক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

অ্যাভদিভকার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানান তিনি।