লন্ডনের লুটন বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

লন্ডনের লুটন বিমানবন্দরের একটি গাড়ি পার্কে অগ্নিকাণ্ডের পর সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর কাঠামোটি আংশিকভাবে ভেঙে পড়ায় সেখানে যাত্রীদের ভ্রমণ না করতে বলেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। তাই আমরা বুধবার ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

বিবৃতিতে এই সময়ে যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বেডফোর্ডশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, তাদের সদস্যরা আগুন নেভাতে এবং বিমানবন্দরের অন্যান্য আশেপাশের ভবন ও যানবাহনে ছড়িয়ে পড়া রোধ করতে কাজ করছে

তাঁরা জানায়, পার্কটির বিল্ডিংয়ের অর্ধেকে সম্পূর্ণরূপে আগুনে ছড়িয়ে পড়ে। বিল্ডিংটি কাঠামোগত ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা, জানালা বন্ধ করে এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।