ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করল আফগানিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। ভারত সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়াসহ কয়েকটি কারণ উল্লেখ করে রোববার (১ অক্টোবর) থেকে দূতাবাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। খবর: এনডিটিভি’র

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয়, নয়া দিল্লিতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেওয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা ওড়াতে দেওয়ার বিষয়টি যেন বিবেচনা করা হয় এবং কাবুলের ভবিষ্যত বৈধ সরকারের কাছে দূতাবাসের সমস্ত কিছু যেন হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নয়াদিল্লিতে আফগান দূতাবাসের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত ফরিদ মাহমুদজাই। যিনি আশরাফ ঘানি সরকার কর্তৃক নিযুক্ত ছিলেন এবং তালেবান বাহিনী কর্তৃক আফগানিস্তানের দখল নেওয়ার পরও ২০২১ সালের আগস্টে তার ভূমিকা অব্যাহত রেখেছিলেন।