লস অ্যাঞ্জেলসে দাবানল: শত শত পোষা প্রাণী উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা পাঁচ দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। পুড়ে গেছে অনেক এলাকা। ধ্বংস হয়েছে প্রায় ১২ হাজার বাড়িঘর। এই দাবানলে বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের প্রভাবে প্রাণীগুলো রাস্তায় চলে এসেছে। সেখানেই এদেরকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। 

ফ্রেন্ডস অফ নর্মি নামে বিড়াল উদ্ধার সংস্থার প্রতিষ্ঠাতা ল্যাডান ডেবিয়া জানান, অনেকের সহায়তায় শত শত প্রাণীকে উদ্ধার করা হয়েছে। এই মাত্রার দুর্ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, "প্রাণীদের উদ্ধারে সবাই যেভাবে এগিয়ে এসেছে তা অবিশ্বাস্য। আমরা প্রাণীগুলোর চিকিৎসা করছি। এদের মধ্যে অনেক প্রাণি আগুন থেকে সৃষ্ট দূষিত বায়ু থেকে বাঁচতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে।"

খবর: বিবিসি 

বিজ্ঞাপন