কাশ্মীর থেকে লস্কর-ই-তৈয়্যবার ৫ জঙ্গি গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ত্রসহ গ্রেফতারকৃত এলইটি জঙ্গিরা। ছবি : সংগৃহীত

অস্ত্রসহ গ্রেফতারকৃত এলইটি জঙ্গিরা। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় যৌথ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) ৫ সহযোগীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যরা।

জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলা থেকে রবিবার (২৪ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, আইতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন এবং সাবজার আহমেদ খার বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দুটি পিস্তলের ম্যাগাজিন, পিস্তল এবং একে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত এগিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।