তুরস্কের গুহা থেকে ৯ দিন পর মার্কিন অভিযাত্রী উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন অভিযাত্রী উদ্ধার

মার্কিন অভিযাত্রী উদ্ধার

টানা ৯ দিন আটকে থাকার পর তুরস্কের দক্ষিণাঞ্চলের তোরোস পর্বতের একটি গুহা থেকে যুক্তরাষ্ট্রের অভিযাত্রী মার্ক ডিকিকে উদ্ধার করেছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে তুর্কি গুহায় আটকে থাকার পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে মর্কা গুহা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর ১০৪০ মিটার (৩৪০০ ফুটেরও বেশি) ‍গভীর এ গুহাতে অভিযান পরিচালনাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পরায় আটকে পড়েন তিনি।পরে ইউরোপের প্রায় ১৫০ জন উদ্ধারকর্মীর প্রচেষ্টায় ৪০ বছর বয়সী এ অভিযাত্রীকে উদ্ধার করা হয়।

তুরস্কের স্পেলিওলজিক্যাল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, গুহা থেকে উদ্ধারের পর তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় এবং পৃষ্ঠে পৌঁছানোর পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসাকর্মীরা তার দেখাশোনা করছেন বলেও জানানো হয়।

মার্ক ডিকির বাবা–মা বলেন, আমাদের ছেলে মার্ক ডিকিকে গুহা থেকে স্থিতিশীল অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে তুর্কি গুহায় আটকে থাকার কারণে পেটে রক্তক্ষরণসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন মার্ক ডিকি।