গাড়ি দুর্ঘটনার শিকার জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কিয়েভে এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি গুরুতর আহত হননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে তার মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের।

প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিকিফোরভ আরও বলেন, ওই ব্যক্তিগত গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে সদ্য মুক্ত আইজিয়াম পরিদর্শন করেন জেলেনস্কি । দেশটির সেনাবাহিনীর একটি ইউনিটের ফেসবুক পেজের ছবিতে দেখা যায় জেলেনস্কি শহরের প্রশাসনিক ভবনে ইউক্রেনের পতাকা উত্তোলন করছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপমন্ত্রী হান্না মালিয়ার।